রবিবার, ১২ ডিসেম্বর, ২০১০

ঠোঁট ফাটলে গ্লিসারিন মাখি কেন?

গ্লিসারিনের ধর্ম হলো বায়ু থেকে জলীয়বাষ্প গ্রহণ করা। ফলে ঠোঁটে আমরা যখন গ্লিসারিন মাখি তখন সে ঠোঁটের জলীয় অংশকে বায়ুমণ্ডলতো যেতে দেয়-ই না বরং বায়ুমণ্ডল থেকে জলীয়বাষ্প সংগ্রহ করে ঠোঁটকে ভিজিয়ে রাখে। তাই আমরা ঠোঁট ফাটলে গ্লিসারিন মাখি।

সুতির চেয়ে উলের জামাকাপড় পরলে গরম কেন?

উলের তৈরি পোশাকে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। এই ছিদ্রগুলো বায়ুতে ভর্তি হয়ে শরীরের চারদিকে একটি বায়ুর আস্তরণ তৈরি করে। বায়ু তাপ কুপরিবাহী তাই শরীরের গরম বাইরে যেতে পারে না। অন্যদিকে সুতির জামা কাপড়ে এমন সুযোগ নেই, তাই শীতকালে সুতির চেয়ে উলের জামাকাপড় পরলে গরম লাগে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন