মাইগ্রেন বা বিশেষ ধরনের মাথাব্যথাকে আমরা খুব মামুলি একটা রোগ মনে করে তেমন একটা গুরুত্ব দেই না। অনেকেই ছোটবেলা থেকে মাইগ্রেন সমস্যায় ভোগার পরও কোনো চিকিৎসককে এ সম্পর্কে জানানোর প্রয়োজনবোধ করেন না। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, ১৭ শতাংশ নারী ও ছয় শতাংশ পুরুষ মাইগ্রেন সমস্যায় আক্রান্ত। বিশেষজ্ঞরা বলেছেন, মাইগ্রেন পুষে রাখলে স্ট্রোক হওয়ার সমূহ আশঙ্কা থাকে। সাধারণত মস্তিষ্কের চারপাশে থাকা ধমনিগুলো স্ফীত হয়ে ওঠার কারণেই এ সমস্যা হয়। এতে মস্তিষ্কের ভেতরে থাকা ধমনিগুলোর স্বাভাবিক কর্মকাণ্ড বিঘিíত হয়। ফলে রক্ত চলাচলে বিঘí সৃষ্টি হয় ও এক ধরনের কম্পন দেখা দেয়। যারা মাইগ্রেনে ভোগেন, অ্যাসপিরিন জাতীয় ট্যাবলেট সব সময় ব্যবহার করতে পারেন। এত স্ফীত ধমনিগুলোর প্রাথমিক সমস্যা দূর হবে। তবে আপনাকে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসক দ্বারা এর প্রতিকার গ্রহণ করতে হবে। তাদের পরামর্শ ছাড়া এর চিকিৎসা একেবারেই করতে যাবেন না এবং মাইগ্রেনকে কখনোই হালকাভাবে নেবেন না। মনে রাখবেন এটা স্ট্রোকের অন্যতম প্রধান কারণ। কোনো কোনো ক্ষেত্রে এ জন্য হরমোন থেরাপিরও প্রয়োজন পড়তে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন