সাজসজ্জার মধ্যে মেকাপ একটি গুরুত্বপূর্ণ বিষয়; কিন্তু অনেকের ত্বক আবার শুকিয়ে মলিন হয়ে যায়। এই ত্বকের মেকাপের ক্ষেত্রে রয়েছে আবার আলাদা যত্নআত্তি।
পানি কম খাওয়ার কারণে অনেকের ত্বক মলিন দেখায়। এ জন্য কমলালেবুর খোসা শুকিয়ে রেখে দিতে পারেন। তারপর তা বেটে ত্বকে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। ত্বকের নি®প্রাণ ভাব কেটে যাবে। প্রয়োজনে এই বাটা কমলার খোসার সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে নিতে পারেন। রোদে ত্বক পুড়লে সাধারণত দুই গালের ওপর বেশি পোড়ে। মুখে বিভিন্ন রেখা ও ছোপ ছোপ দাগ দূর করতে ছাঁকা ময়দা আর মধু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এই প্যাকটা মুখে মাখুন। শুকিয়ে গেলে হালকা পানি দিয়ে ভিজিয়ে ভালো করে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এরপর ধুয়ে ফেলুন। এটা একদিন পর পর করতে পারেন। দাগ হালকা হয়ে যাবে। এ ছাড়া ত্বকের উজ্জ্বলতা আনতে এবং নি®প্রাণ ভাব দূর করতে ত্বকের ধরন বুঝে বাড়িতে এই ফেস প্যাকগুলো লাগাতে পারেন। স্বাভাবিক ত্বকের জন্য চন্দন বাটা ১ টেবিল চামচ, টমেটোর রস ১ চা চামচ, শসার রস ১ চা চামচ একত্রে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের জন্য পেস্তাবাদামের পেস্ট ১ টেবিল চামচ, মধু ১ চা চামচ, ডিমের কুসুম ১টি একত্রে মিশিয়ে পুরো মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি ১ টেবিল চামচ, গোলাপজল ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ একত্রে মিশিয়ে পুরো মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
নেট থেকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন