শীতের শুরুতে সবার চুলে একটি প্রব্লেম সবার ই দেখা যায় তা হলো খুশকি।একটি সহজ উপায় খুশকি থেকে দূরে থাকার জন্য মেহেদি ও সরিষার তেল এর মিশ্রন নিয়মিত ব্যবহার করা।এর জন্য যা লাগবে তা হল ২৫০ml
সরিষার তেল ও প্রায় ৬০g এর মত মেহেদি।বাজারে দুটিই সহজলভ্য।মেহেদি পলাশী কিংবা নিউমার্কেট এ ডাল সহ কিনতে পাওয়া যায়।
এবার মেহেদি ঝরিয়ে নিন।কড়াই বা রাইস কুকার এ তেল গরম করে নিন।মেহেদি পাতা গুল তেল এ দিয়ে দিন।পাতা মচমচে না হওয়া পর্যন্ত ভেজে নিন।একটা বড় বাটিতে তেল আর মেহেদির মিশ্রন ঠান্ডা হতে দিন।ঠান্ডা হয়ে গেলে পাতা গুলো হাত দিয়ে গুড়ো করুন।এই মিশ্রন টি অনেকদিন ফ্রিজ এ না রেখেই ইউজ করা যায়।মেহেদি বেশি দিলে পরবর্তীতে তেল মিক্স করে গরম করে নিলেই হয়।শ্যাম্পু করার আগের দিন রাতে চুলের গোড়ায় ও চুলে ঘষুন।মাথায় একটা শাওয়ার ক্যাপ বা কাপর পেচিয়ে নিতে ভুল্বেন না যেন।পরের দিন শ্যাম্পু করুন আর দেখুন খুশকি কতখানি কমে গেছে আর চুল কেমন ঝকঝক করছে।উইক এন্ডে বা সপ্তাহে দু- তিন দিন নিয়মিত ব্যবহার করলে অনেক ভালো ফল পাওয়া যায়।
নেট থেকে
সরিষার তেল ও প্রায় ৬০g এর মত মেহেদি।বাজারে দুটিই সহজলভ্য।মেহেদি পলাশী কিংবা নিউমার্কেট এ ডাল সহ কিনতে পাওয়া যায়।
এবার মেহেদি ঝরিয়ে নিন।কড়াই বা রাইস কুকার এ তেল গরম করে নিন।মেহেদি পাতা গুল তেল এ দিয়ে দিন।পাতা মচমচে না হওয়া পর্যন্ত ভেজে নিন।একটা বড় বাটিতে তেল আর মেহেদির মিশ্রন ঠান্ডা হতে দিন।ঠান্ডা হয়ে গেলে পাতা গুলো হাত দিয়ে গুড়ো করুন।এই মিশ্রন টি অনেকদিন ফ্রিজ এ না রেখেই ইউজ করা যায়।মেহেদি বেশি দিলে পরবর্তীতে তেল মিক্স করে গরম করে নিলেই হয়।শ্যাম্পু করার আগের দিন রাতে চুলের গোড়ায় ও চুলে ঘষুন।মাথায় একটা শাওয়ার ক্যাপ বা কাপর পেচিয়ে নিতে ভুল্বেন না যেন।পরের দিন শ্যাম্পু করুন আর দেখুন খুশকি কতখানি কমে গেছে আর চুল কেমন ঝকঝক করছে।উইক এন্ডে বা সপ্তাহে দু- তিন দিন নিয়মিত ব্যবহার করলে অনেক ভালো ফল পাওয়া যায়।
নেট থেকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন