শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২

কিছু টিপস ............


► আপনার যদি বুক জ্বালাপোড়া করে তাহলে চুইংগাম খান এতে বুক জ্বালাপোড়া কমে যাবে!
►মহিলাদের অতি ব্যবহৃত লিপস্টিক তৈরি করার জন্য মাছের আইশ ব্যবহার করা হয় ।
►কাঁচা দুধে তুলা ভিজিয়ে ঠোটে ঘষুন ,কালো দাগ তো উঠবেই সাথে ঠোটে গোলাপী ভাব আসবে ।
►কনুইয়ের কালো দাগ দূর করতে লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষুন ।চলে যাবে ।
►ব্রনের উপর রসুনের কোঁয়া ঘষে নিন ,তাড়াতাড়ি মিলিয়ে যাবে ।গ্যারান্টি ।
►পায়ের গোড়ালী ফাটলে ,পেয়াজ বেটে প্রলেপ দিন ।ক্রীম কিংবা স্ক্রাব এর ঝামেলায় যেতে হবেনা
►রসূন খান, 
হার্টের  উপকার হবে ।
►পানের পিক ও তরকারির ঝোল সাদা কাপড়ে লাগলে চুন দিয়ে দিন পড়ে দুইলে পরিস্কার হয়ে যাবে ।
►পোড়া গেলে পোড়া 
স্হানে টুথ পেস্ট লাগান ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন