বুধবার, ১০ নভেম্বর, ২০১০

হেলথ টিপস : গ্যাস্ট্রিক ও বদহজমে মেথি

ঔষধি গাছ হিসেবে ‘মেথি’র গুণাগুণ বলে শেষ করা যাবে না। মানুষ বহু আগে থেকেই ভেষজ হিসেবে এ গাছ ব্যবহার করে আসছে। দইয়ের সাথে মেথির বীজের গুঁড়ো মাখিয়ে চুলে লাগালে চুলের গোড়া খুব শক্ত হয় এবং চুল পড়া বìধ হয়। কিন্তু মেথির সবচেয়ে বড় ব্যবহার হতে পারে গ্যাস্ট্রিক ও বদহজমের ক্ষেত্রে। যারা গ্যাস্ট্রিক ও বদহজমের সমস্যায় ভুগছেন তারা মেথি খেয়েই দেখুন, কত ভালো উপকার ও উপশম পাবেন তা কখনো কল্পনাও করেননি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন