মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০১০

হেলথ টিপস : জলবসন্তে নিম

জলবসন্ত নিরাময়ে নিমের ব্যবহার আমাদের দেশে অনেক দিন ধরেই চলছে। মূলত পাতাসহ নিমের ডাল দিয়ে বাতাস করার মাধ্যমে রোগীকে স্বস্তি দেয়ার চেষ্টা চলে। তবে চীনা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিম দিয়ে বানানো ভেষজ চা ফুষ্কুড়ি, জলবসন্ত ও হামের চিকিৎসায় অত্যন্ত কার্যকর। চীনা বিশেষজ্ঞ লি হ্যাক পেক স্টার অনলাইনকে জানান, নিমের চা তিতা স্বাদের হলেও রক্ত পরিশোধন ও যকৃতের বিষাক্ত পদার্থ অপসারণ করতে সক্ষম অনেক উপাদান রয়েছে। এটা দেহের তাপ হন্সাস করে ও চুলকানি কমায়। মালয়েশিয়ার ইনস্টিটিউট ফর রিসার্চ ইন মলিকুলার মেডিসিনের মাইক্রোবায়োলজিস্ট ডা. শশী সাশিধরন বলেন, নিমের পাতায় অ্যান্টি-ভাইরাল উপাদান রয়েছে। ফলে এটা বিছানায় রাখা হলে তা জলবসন্ত রোগ থেকে দ্রুত মুক্তি পেতে সহায়তা করে। তিনি কচি নিম পাতা খাওয়ার পরামর্শ দিয়ে বলেন, এটা স্বাস্খ্যের জন্য উপকারী। বিশেষজ্ঞরা নিমপাতা মিশ্রিত পানিতে গোসল করারও পরামর্শ দিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন