মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০১১

অল্প পয়সায় বলতে গেলে একদম বিনে পয়সায় আপনি ও পেতে পারেন সৌন্দর্যে ভরপুর এক নতুন জীবন !!!

প্রাকৃতিক ভাবে-
নিজেকে অন্যান্যদের কাছে আরো আকর্ষনীয় প্রানবন্ত করে ঊপস্থাপন করার মত ইচ্ছে যদি কখনও মনের গহীন কোনে ঊকি মারে তাহলে
এই পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন।
ঠিক এই রকম চিন্তা ভাবনা ছারাও চাইলে করতে পারেন।
কেনোনা-
এটাতে হলে ঊপকার হবে কিন্তু কোন প্রকার ক্ষতি হবে না।


ত্বকের হলুদাভ আভা মানুষকে আকর্ষণীয় করে তোলে। সুস্থতার বার্তাও বহন করে এ আভা। গবেষকরা প্রথমবারের মতো নিশ্চিত হয়েছেন, গাজরসহ রঙিন শাক-সবজি ও ফলমূল মানুষের ত্বকে এ আভা এনে দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যুক্তরাজ্যের সেন্ট অ্যান্ড্রুস ও ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ত্বকের রং এবং আকর্ষণীয়তার মধ্যে সম্পর্ক বিষয়ে গবেষণা করছেন। গাজর ও এ ধরনের অন্যান্য সবজি বা ফলের রং (ক্যারোটিনয়েডস) চামড়ায় হলুদ আভা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গবেষণায় ৪০ জন স্বেচ্ছাসেবী ৫১ জনের স্কটিশ ককেশীয় মানুষের চেহারা তীক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন। গবেষণায় যুক্ত বিজ্ঞানী ইয়ান স্টিফেন জানান, ত্বকের হলুদ আভা ও ক্যারোটিনয়েডসের মধ্যে সম্পর্ক পাওয়ার বিষয়টি তরুণদের ফল ও শাক-সবজি খাওয়ার ক্ষেত্রে উৎসাহিত করবে। এ ধরনের খাবার গ্রহণের দুই মাসের মধ্যেই ফল পাওয়া যায়।
গবেষণার ফল আগামী মার্চে 'ইভোলিউশন অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার' নামের একটি জার্নালে প্রকাশিত হবে বলে জানায় ব্রিটেনের 'দ্য গ্রোসার' সাময়িকী।

"গাজরে ত্বকে আসে হলুদ আভা " আর এই জন্য যত বেশি সম্ভব...........খাবেন।


সুত্রঃ- ক্লিক করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন