শনিবার, ১৬ এপ্রিল, ২০১১

স্তন ক্যান্সারের লক্ষণ

বেশির ভাগ মহিলার ক্ষেত্রেই স্তনের ক্যান্সার প্রথম লক্ষ করা যায় স্তনে একটি বেদনাহীন পিণ্ডের আকারে। তবে অন্যান্য কিছু লক্ষণ সম্পর্কেও সচেতন থাকা দরকার। যেমন স্তনের আকার বা আকৃতিতে পরিবর্তন, স্তনের ত্বকে টোল পড়া, স্তনে একটি পিণ্ড বা স্ফীতি দেখা দেয়া, স্তনের বোঁটার পরিবর্তন অর্থাৎ ভেতর দিকে ঢুকে যাওয়া, স্তনের বোঁটা থেকে রক্তসহ তরল পদার্থের ক্ষরণ, স্তনের বোঁটায় বা তার চার পাশে চুলকানির মতো হওয়া এবং বগলের লসিকা গ্রন্থিগুলোর স্ফীতি। এসব লক্ষণ দেখা দিলে শিগগিরই ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন