যানবাহনের শব্দ দূষণে ষ্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে ৬৫ কিংবা এরচেয়ে বেশি বয়সীদের ক্ষেত্রে এ ঝুঁকি আরো বেশি। বুধবার ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদন থেকে এ কথা জানা যায়। গবেষণায় বলা হয়েছে, ৫০ হাজারেরও বেশি লোকের ওপর এক জরিপ শেষে দেখা গেছে অতিরিক্ত প্রতি ১০ ডেসিমেল শব্দের জন্য ষ্ট্রোকের ঝুঁকি বাড়ে ১৪ শতাংশ। এ ঝুঁকি গড়ে সব বয়সীদের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু ৬৫ বছরের বেশী বয়সীদের ক্ষেত্রে প্রতি ১০ ডেসিমেল শব্দে ষ্ট্রোকের ঝুঁকি ২৭ শতাংশ বাড়ে। গবেষকরা বলছেন, ৬০ কিংবা এর চেয়ে বেশি ডেসিমেল শব্দের জন্য ষ্ট্রোকের ঝুঁকি বাড়ে আরো বেশি হারে। একটি ব্যস্ত সড়কে সাধারণত ৭০ কিংবা ৮০ ডেসিমেল মাত্রার শব্দ তৈরি হয়। তুলনামূলকভাবে একটি ঘাসকাটার যন্ত্র শব্দ তৈরি করে ৯০ কিংবা ১শ ডেসিমেল। এছাড়া একটি জেট বিমান অবতরণকালে ১২০ ডেসিমেল শব্দ উৎপন্ন করে। ড্যানিশ ক্যান্সার সোসাইটির প্রধান গবেষক মেটি সোরেনসিনা বলেন, ‘যানবাহনের শব্দের সঙ্গে উচ্চরক্তচাপ ও হৃদরোগের সম্পর্কের বিষয়টি আগের গবেষণা থেকেই জানা গেছে। নতুন এ গবেষণায় দেখা গেছে যানবাহনের নিয়ন্ত্রণহীন শব্দের কারণে ষ্ট্রোকের ঝুঁকিও বাড়তে পারে।’ গবেষণায় বলা হয়েছে, সবধরনের ষ্ট্রোকের ক্ষেত্রে ৮ শতাংশ এবং ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ১৯ শতাংশের জন্য দায়ী যানবাহনের অতিরিক্ত শব্দ। তারা আরো বলেন, শব্দের কারণে চাপ তৈরি হয় এবং তা ঘুমের ব্যাঘাত ঘটায়। এর ফলে রক্তচাপ ও হৃদস্পন্দন বেড়ে যায়। গবেষণায় আরো বলা হয়, যানবাহনের শব্দের ঝুঁকির সঙ্গে সামাজিক শ্রেনীগত অবস্থানেরও একটি সম্পর্ক রয়েছে। কারণ সম্পদশালীরা সাধারণত অধিকতর শান্ত এলাকায় বসবাস করে। উলে¬খ্য যে ৫০ হাজার লোকের ওপর জরিপ চালানো হয়েছে তারা সকলে নগরবাসী।
বুধবার, ২৬ জানুয়ারী, ২০১১
যানবাহনের শব্দ দূষণে ষ্ট্রোকের ঝুঁকি
যানবাহনের শব্দ দূষণে ষ্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে ৬৫ কিংবা এরচেয়ে বেশি বয়সীদের ক্ষেত্রে এ ঝুঁকি আরো বেশি। বুধবার ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদন থেকে এ কথা জানা যায়। গবেষণায় বলা হয়েছে, ৫০ হাজারেরও বেশি লোকের ওপর এক জরিপ শেষে দেখা গেছে অতিরিক্ত প্রতি ১০ ডেসিমেল শব্দের জন্য ষ্ট্রোকের ঝুঁকি বাড়ে ১৪ শতাংশ। এ ঝুঁকি গড়ে সব বয়সীদের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু ৬৫ বছরের বেশী বয়সীদের ক্ষেত্রে প্রতি ১০ ডেসিমেল শব্দে ষ্ট্রোকের ঝুঁকি ২৭ শতাংশ বাড়ে। গবেষকরা বলছেন, ৬০ কিংবা এর চেয়ে বেশি ডেসিমেল শব্দের জন্য ষ্ট্রোকের ঝুঁকি বাড়ে আরো বেশি হারে। একটি ব্যস্ত সড়কে সাধারণত ৭০ কিংবা ৮০ ডেসিমেল মাত্রার শব্দ তৈরি হয়। তুলনামূলকভাবে একটি ঘাসকাটার যন্ত্র শব্দ তৈরি করে ৯০ কিংবা ১শ ডেসিমেল। এছাড়া একটি জেট বিমান অবতরণকালে ১২০ ডেসিমেল শব্দ উৎপন্ন করে। ড্যানিশ ক্যান্সার সোসাইটির প্রধান গবেষক মেটি সোরেনসিনা বলেন, ‘যানবাহনের শব্দের সঙ্গে উচ্চরক্তচাপ ও হৃদরোগের সম্পর্কের বিষয়টি আগের গবেষণা থেকেই জানা গেছে। নতুন এ গবেষণায় দেখা গেছে যানবাহনের নিয়ন্ত্রণহীন শব্দের কারণে ষ্ট্রোকের ঝুঁকিও বাড়তে পারে।’ গবেষণায় বলা হয়েছে, সবধরনের ষ্ট্রোকের ক্ষেত্রে ৮ শতাংশ এবং ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ১৯ শতাংশের জন্য দায়ী যানবাহনের অতিরিক্ত শব্দ। তারা আরো বলেন, শব্দের কারণে চাপ তৈরি হয় এবং তা ঘুমের ব্যাঘাত ঘটায়। এর ফলে রক্তচাপ ও হৃদস্পন্দন বেড়ে যায়। গবেষণায় আরো বলা হয়, যানবাহনের শব্দের ঝুঁকির সঙ্গে সামাজিক শ্রেনীগত অবস্থানেরও একটি সম্পর্ক রয়েছে। কারণ সম্পদশালীরা সাধারণত অধিকতর শান্ত এলাকায় বসবাস করে। উলে¬খ্য যে ৫০ হাজার লোকের ওপর জরিপ চালানো হয়েছে তারা সকলে নগরবাসী।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন