শনিবার, ২৩ এপ্রিল, ২০১১

চোখের যত্নে যা করবেন

চোখের চারপাশের ত্বক খুব পাতলা এবং সংবেদনশীল। ত্বকের তুলনায় চোখের চারপাশেই প্রথম বলিরেখা পড়তে শুরু করে এবং গাঢ় রঙ ধারণ করে। চোখের চারপাশের ত্বকের জন্য তাই বিশেষ যত্নের প্রয়োজন। বলিরেখা ও কালচে হয়ে যাওয়া প্রতিরোধ করাও খুব প্রয়োজন।
সাবান পরিহার করুন। সাবান চোখের চারপাশ কালচে করে। হালকা ফেসওয়াশ ব্যবহার করুন। নিয়মিত চোখের চারপাশে ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার না করে চোখের চারপাশে ব্যবহারের জন্য বিশেষ জেল বা ক্রিম পাওয়া যায়, সেগুলো লাগাতে পারেন।
চোখের চারপাশে হালকা সানস্ক্রিন লাগাবেন এবং আলট্রাভায়োলেট রশ্মি প্রতিরোধ করে এমন সানগ্গ্নাস ব্যবহার করবেন।
রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের চারপাশে আই জেল বা ক্রিম প্রতি রাতে লাগাতে ভুলবেন না।
আই জেল বা ক্রিম আলতো করে আঙুলের ডগা দিয়ে হালকা করে ম্যাসাজ করে চোখের চারপাশে লাগাবেন।
আলফা হাইড্রক্সি, ভিটামিন এ-যুক্ত ক্রিম চোখের চারপাশে লাগালে ত্বক টান টান থাকবে।
আই ফর্মুলাগুলো ফ্রিজে রেখে ঠাণ্ডা করে চোখ বন্ধ করে তুলোয় লাগিয়ে চোখের ওপর ১০ মিনিট দিয়ে রাখতে পারেন।
চোখের মেকআপ
চোখে নানা রকম মেকআপ ব্যবহার করা হয়। কাজল, আইলাইনার, মাসকারা, আইশ্যাডো, আইপেন্সিল_ নানা প্রসাধনী ব্যবহার করে আমরা চোখকে সুন্দর করি, হই লাস্যময়ী। কিন্তু চোখের মেকআপ ব্যবহারের ব্যাপারে সাবধানতা অবলম্বন প্রয়োজন। কোনো প্রসাধনী যেন চোখের ভেতর না যায় সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। আর মেকআপ তুলতে হবে অয়েলবেসড ক্লিনজার বা ক্লিনজিং মিল্ক দিয়ে। তুলোয় ক্লিনজিং মিল্ক লাগিয়ে চোখের মেকআপ তুলে ফেলতে হবে। খেয়াল রাখবেন চোখের ভেতর যেন প্রসাধনী না চলে যায়, আর সহজেই যেন মেকআপ উঠে আসে। ঘষাঘষির প্রয়োজন যেন না হয়। কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করলে প্রথমেই কন্ট্যাক্ট লেন্স খুলে তারপর চোখের মেকআপ তুলতে হবে। নিয়মিত যথাযথ যত্নের মাধ্যমে চোখের কোণের এবং চারপাশের বলিরেখা, চোখের নিচের কালচে দাগ ও কুঁচকে যাওয়ার হাত থেকে রেহাই পেতে পারেন। এ ছাড়া প্রয়োজনমতো ঘুম না হলে ও মানসিক চাপে চোখের নিচে কালি পড়ে। এ ব্যাপারে সতর্ক থাকবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন