শনিবার, ১৪ মে, ২০১১

হেপাটাইটিস

'হেপাটাইটিস' একটি সাধারণ পরিভাষা, যার অর্থ যকৃতের প্রদাহ। আর এই যকৃতের প্রদাহ ভাইরাস সংক্রমণ, অ্যালকোহল-জাতীয় পানীয় পান, ক্ষতিকারক ওষুধ সেবন, বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থের সংস্পর্শ অথবা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার অব্যবস্থাপনার কারণে ঘটে থাকে। পরিসংখ্যানে জানা যায়, প্রতি বছর প্রায় ১৫ লাখ লোক এ ভাইরাসের কারণে বিভিন্ন জটিলতায় ভোগে।  পেশাদার রক্তদাতাদের মধ্যে হেপাটাইটিসের হার সবচেয়ে বেশি, কোনো কোনো ক্ষেত্রে তা ৩০ শতাংশ পর্যন্ত। মাদকসেবীদের মধ্যে একই সুচ অনেকে ব্যবহারের ফলে এবং সেলুনে একই বেল্গড দিয়ে কয়েকজনে শেভের কারণে ইদানীং হেপাটাইটিস বাড়ছে। তার মতে, হেপাটাইটিস বি ও সি উভয়ই মারাত্মক। কারণ এ থেকে সৃষ্ট লিভার বা যকৃতের রোগের জটিলতা, যেমন_ লিভার সিরোসিস, লিভার ফেইলিওর অথবা লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মানুষ পরবর্তী সময়ে মৃত্যুবরণ করে। তাই সচেতনতার বিকল্প নেই। আর এ সম্পর্কে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর ১৯ মে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়।
হেপাটাইটিস বি'র লক্ষণ
উদরে বিশেষ করে যকৃতের আশপাশে ব্যথা, প্রস্রাবের রঙ ঘন হওয়া, অস্থির সংযোগস্থানগুলোতে ব্যথা, ক্ষুধামান্দ্য, বিতৃষ্ণাবোধ এবং বমি করা, দুর্বলতা এবং অবসাদ, চামড়া আর চোখের সাদা অংশ হলদে হয়ে যাওয়া।
হেপাটাইটিস সি'র লক্ষণ
উদরে ব্যথা, প্রস্রাবের বর্ণ ঘন হওয়া, অস্থির সংযোগস্থানগুলোতে ব্যথা, শরীর চুলকানো, জন্ডিস, অবসাদ, মাংসপেশিতে ব্যথা।
সংক্রমণের উৎসগুলো হলো
পরীক্ষা ছাড়াই রক্ত গ্রহণ করলে।
যন্ত্রপাতি নির্বীজ না করে সার্জিক্যাল বা ডেন্টাল অস্ত্রোপচার করলে, কান ফুটো করা বা উল্কি আঁকা হলে।
শিশু জন্মের সময় সংক্রমিত মা থেকে শিশুর মধ্যে।
মাদক নেওয়ার সময় বা অন্য কোনো সময় সুচ ও সিরিঞ্জ ভাগাভাগি করলে।
ট্রুথব্রাশ, বেল্গড ও অন্যান্য গেরস্থালি দ্রব্য সংক্রমিত ব্যক্তির সঙ্গে শেয়ার করলে।
অনিরাপদ সহগমনে।
নির্বীজ না করা হয়ে থাকলে যে যন্ত্রপাতি থাকবে সেগুলো দিয়ে।
হেপাটাইটিস প্রতিরোধে করণীয়
নিরাপদ যৌনাচার (কনডম ব্যবহার)।
রক্ত ও রক্তজাত দ্রব্য স্পর্শ করার পর হাত ভালো করে ধোয়া।
কাউকে ফার্স্ট এইড দেওয়ার সময় রক্ত বা দেহ তরল পরিষ্কার করার সময় হাতে গল্গাভস পরা।
টুথব্রাশ, রেজর, সুচ, সিরিঞ্জ, ব্যক্তিগত ব্যবহার্য কাপড় অন্য কেউ ব্যবহার না করা।
ইনজেকশন দেওয়া-নেওয়ার সময় একবার ব্যবহার্য (ডিসপোজেবল) সুচ-সিরিঞ্জ ব্যবহার।
শেভ করার সময় একবার ব্যবহার্য বেল্গড-রেজর ব্যবহার।
ব্যক্তিগত ব্যবহার্য যেমন টিস্যু, স্যানিটারি প্যাড, ব্যান্ডেজ-সিল করা ব্যাগে ভরে যথাযথ স্থানে ফেলা।
আরও যা জানতে হবে
বিশিষ্ট পরিপাকতন্ত্র ও লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ফারুক আহমেদের মতে, নিম্নলিখিত ব্যাপারগুলো জানা খুবই প্রয়োজন :
হেপাটাইটিসের চিকিৎসায় কোনো গাছ বা শেকড়ের প্রয়োজন নেই, এগুলো বিষাক্ত এবং খুব ক্ষতিকর।
জন্ডিস ধোয়া, কোনো পানি পড়া, মালা পড়া এসবে হেপাটাইটিস সারে না।
এইচবিএসএজি পজিটিভ হলে টোটকা ওষুধ খেয়ে প্রতারিত হবেন না। ৫ শতাংশ ক্ষেত্রে আপনা থেকেই এটা ভালো হয়ে যায়। এ সুযোগই গ্রহণ করে হাতুড়ে ডাক্তাররা।
হেপাটাইটিস বি'র টিকা নিলে এ থেকে মুক্ত থাকা যায়।
তাইওয়ানে একসময় প্রচুর মানুষের হেপাটাইটিস ছিল; কিন্তু ব্যাপক টিকাদান কর্মসূচির সম্প্রসারণ আর জনসাধারণের সচেতনতায় তারা অনেকটাই এ রোগ কমিয়ে এনেছে। আমরাও সবাই সচেতন হলে এ ভয়াবহ রোগ থেকে মুক্তি পাব নিশ্চিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন