রবিবার, ২৯ মে, ২০১১

হেপাটাইটিস-বি

হেপাটাইটিস-বি এক ধরনের ভাইরাস, যা মূলত লিভারকে আক্রমণ করে। এর সংক্রমণের ফলে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সার হতে পারে। এ রোগের উপসর্গ এক-তৃতীয়াংশ ক্ষেত্রে বোঝা যায় না। এক-তৃতীয়াংশ ক্ষেত্রে ফ্লুর মতো মাথাব্যথা, গা শিরশির ও জ্বর হয়। এক-তৃতীয়াংশ ক্ষেত্রে হতে পারে জন্ডিস, ক্ষুধামন্দা, ডায়রিয়া, বমি ও জ্বর। এ রোগে বিশ্রাম খুব প্রয়োজন। পরিবারের অন্যদের কাছে-সাহচর্য এড়িয়ে চলতে হয়। টয়লেট, গ্লাস, থালা, কাপ ইত্যাদি ব্যবহারে পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা থাকতে হয়। প্রতিরোধের উপায় হলো ব্যক্তিগত পরিচ্ছন্নতা। ইনজেকশন ব্যবহারের সময় ডিসপোসিবল সিরিঞ্জ ব্যবহার করা। দাঁতের চিকিৎসার সময় জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহারের ব্যাপারে নিশ্চিত হওয়া। হেপাটাইটিস-বি’র টিকা চারটি ডোজ নিতে হয়। প্রথম তিনটি একমাস পরপর এবং চতুর্থ ডোজটি প্রথম ডোজের এক বছর পর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন