বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১১

মুখে চাই মসৃণ ত্বক


মানুষ মাত্রই সুন্দরের পূজারী। ত্বকের বেশ কিছু সমস্যা যেমন ব্রণ, মেছতা, তিলা, বলিরেখা, শ্বেতী রোগ এবং দেহে অবাঞ্ছিত লোম সৌন্দর্যের প্রতিবন্ধক হয়ে পড়ে, তখন দুশ্চিন্তার অন্ত থাকে না।
ব্রণ : এটি ত্বকের দীর্ঘস্থায়ী প্রদাহজনিত সমস্যা এবং হরমোনজনিত রোগ। অত্যাধুনিক কসমেটিক রেডিও সার্জারি মাত্র এক সেশন চিকিৎসায় এ ব্রণ নির্মূল করতে সক্ষম।

মেছতা : এটি মুখের বিশেষ কালো দাগ। মেছতা মুখের ত্বককে ভীষণ অসুন্দর করে তোলে। হরমোনের বৈষম্য এর অন্যতম কারণ। লেজার এটি নির্মূল করতে সক্ষম।
তিলা : মুখে কালো-বাদামি তিলা যেন এক বিকৃতি। সূর্যরশ্মি এর মাত্রা অনেক বাড়িয়ে দেয়। সর্বাধুনিক ‘লেজার কসমেটিক সার্জারি’ মাত্র এক সেশন চিকিৎসায় এটি নিঃশেষ করতে সক্ষম।
বলিরেখা : প্রধানত কপালে দেখা দেয়। বয়স এবং আনাড়ি ম্যাসাজের শত্র“। ‘মাইক্রোডারমাবরেশন’ এটি নিঃশেষ করতে সক্ষম।
শ্বেতী রোগ : বিশেষ করে মুখে নারীর জন্য এটি এক দুরারোগ্য অভিশাপ। এটি মুখশ্রী-দেহশ্রীকে বিকৃত করে তোলে। কিন্তু বর্তমানের আধুনিক কসমেটিক সার্জারি এটি নির্মূল করতে শতভাগ সক্ষম।
মুখে অবাঞ্ছিত লোম : নারীদেহে, বিশেষ করে মুখে অবাঞ্ছিত লোমের বৈজ্ঞানিক নাম হল ‘হারসুটিজম।’ এটি যেন এক সামাজিক ব্যাধি। লেজার এটি স্থায়ীভাবে নির্মূল করতে প্রায় শতভাগ সফল।
কসমেটিক সার্জারিগুলো যেন তুলির স্পর্শে ত্বকের এ সমস্যাগুলো কোনও পার্শ্বক্রিয়া ছাড়াই একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞ ও কসমেটিক সার্জনের মাধ্যমে নির্মূল করতে প্রায় শতভাগ সফল।
ডা. এ কে এম মাহমুদুল হক (খায়ের)
ত্বক, যৌন, অ্যালার্জি বিশেষজ্ঞ 
এবং কসমেটিক সার্জন
সিনিয়র কনসালটেন্ট, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন