বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১২

চুলের নানারকম সমস্যা


শীত এলে শুরু হয় চুলের নানারকম সমস্যা। এ সময়ে চুলে খুশকি, রুক্ষতা, চুল পড়াসহ সব ধরনের সমস্যা সমাধানে চাই বাড়তি পরিচর্যা। আজকাল বিউটি পার্লারে চুলের নানারকম ট্রিটমেন্ট করা যায়। সেটা নানা কারণে সবার পক্ষে সবসময় সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনি ঘরে বসেই করতে পারেন চুলের পরিচর্যা। কীভাবে করবেন সে বিষয়ে পরামর্শ দিয়েছেন রূপবান ওয়ার্ল্ডের কর্ণধার ও রূপবিশেষজ্ঞ সাবিনা ইমতিয়াজ

প্রয়োজন পরিচ্ছন্নতা
চুল সুন্দর রাখার প্রথম শর্ত চুল পরিষ্কার রাখতে হবে। অন্তত দু’দিন পরপর শ্যাম্পু করুন। যারা বাইরে বেশি বের হন তারা একদিন পরপর করবেন। আগের রাতে চুলে কুসুম গরম তেল ম্যাসাজ করতে পারলে ভালো। চুল ধোয়ার সঙ্গে সঙ্গে তোয়ালে ও চিরুনি এবং পরিষ্কার করুন। এছাড়া আরও কিছু টিপস
তেলের সঙ্গে ভিটামিন ‘ই’ ক্যাপসুল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে হালকাভাবে চুলের গোড়ায় ম্যাসাজ করুন, আধাঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। শুষ্ক এবং রং করা চুল যাদের তাদের জন্য ঘরোয়াভাবে বানাতে পারেন একটি প্যাক। একটি ডিম, মাখন বা ক্রিম চিজ, পরিমাণমতো পানি, জাম্বুরা বা কমলার রস মিশিয়ে ব্লেন্ড করে নিন। মাথায় দিয়ে রাখতে পারেন ২০-৩০ মিনিট। তবে তা এক ঘণ্টার বেশি যেন না হয়। ২ টেবিল চামচ মেথি সারারাত পানিতে ভিজিয়ে মিহি পেস্ট বানিয়ে নিন। স্ক্যাল্পে পেস্টটা আধ ঘণ্টা রাখুন, আধ ঘণ্টা পর শিকাকাই বা রিঠে দিয়ে চুল ভালোভাবে ধুয়ে নিন।
যদি চুলে উজ্জ্বলতা নরম ও সিল্কিভাব ফিরিয়ে আনতে চান তাহলে এক টেবিল চামচ ভিনেগার, এক টেবিল চামচ গ্লিসারিন ও একটি ডিম একসঙ্গে মিশিয়ে লাগিয়ে নিন চুলে।
এছাড়া শীতে শুষ্কতা রোধ করতে আপনি শুধু কলা, পেঁপে বা দই ব্যবহার করতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন